নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
লালমোহনে জেলেদের মাঝে চাল বিতরণ
লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের এ চাল বিতরণ হয়। ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ১৬শ ৯৫জন জেলের মাঝে ৪০ কেজি করে এ চাল বিতরণ উদ্বোধন করেন।
চাল বিতরণ কালে কর্তব্যরত ট্যাগ অফিসার মেরিন ফিসারিজ কর্মকর্তা তানবীর আহমেদ, ইউপি সচিব ছিদ্দিকুর রহমান ও ইউপি সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এসব চাল প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।