চরফ্যাশনের দক্ষিণ আইচায় ওয়ারেন্ট ভুক্ত নারীসহ ৩ আসামী গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছয় মাসের ওয়ারেন্ট ভুক্ত পলাতক নারীসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেনের সার্বিক তত্বাবধায়নে থানার চৌকশ টিম এসআই (নিরস্ত্র) শামীম আহমদ সোহাগ, এসআই (নিরস্ত্র) মো. অমিত হাসান, এএসআই (নিরস্ত্র) মো. জুলহাস সহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার ( ৪এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার সময় দক্ষিণ আইচা থানার আওতাধীন নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরআর কলমি গ্রামে অভিযান চালিয়ে মো.বশির আহাম্মদের ছেলে ছয় মাসের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো. মফিজকে এবং চরমানিকা ৫ নং ওয়ার্ডের মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী মোসা. কমলা বেগমকে ও তার ছেলে মাকসুদ হাওলাদার কে গ্রেফতার করে বুধবার( ৫ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন থানা পুলিশ।
সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নারী সহ ৩ জন আসামী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে নন-জিআর-০১/ ২৩ মামলার ওয়ারেন্ট এর সূত্র ধরেই গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।