ভোলার জেলে একটি মাছ বিক্রি করলেন ৫৫ হাজার টাকা

ইয়ামিন হোসেন : ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৬ মণ ওজনের বিশাল আকৃতির হাউস মাছ। গতকাল মঙ্গলবার বিকালে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে ওই মাছ পাওয়া যায়। এ সময় ওই বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান।

স্থানীয়রা জানান, মেঘনায় জেলে সাইদুল মাঝির জালে বিশাল আকৃতি হাউস মাছটি ধরা পড়ে। যার ওজন ৬ মণ ২৩ কেজি। জেলে সাইদুল মাঝি রাজাপুর ৩নং ওয়ার্ডের মঞ্জু আখনের ছেলে। সাইদুল মাঝি জানান, আমি বুধবার সকালে জাল পেলে বিকাল তিনটায় জাল টানতে গিয়ে দেখি বিশাল আকৃতির হাউস মাছটি।

পরবর্তীতে অন্য জেলেদের সহযোগীতায় উঠিয়ে বরিশাল মোকামে নিয়ে ৮ হাজার ৮শ টাকা মনে বিক্রি করেছি। এমন বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি বলেও জানান তিনি। জেলেরা জানান, গভীর সাগরে থাকে এসব মাছ। মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।