সর্বশেষঃ

ভোলার উত্তরদিঘলদীতে এনজিও থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু।। চোরের হানায় স্বপ্ন তসনস 

মনজুর রহমান কামরুল : ১৭ই মার্চ গভীর রাতে উত্তরদিঘলদী রাড়ীর হাট বাজারের মামুনের কাপরের দোকানে চুরির ঘটনা ঘটে, দোকানের মালিক ও স্থানীয় সুত্রে জানা যায় রমজান ও ঈদকে সামনে রেখে মামুন গত সপ্তাহে জাগরণী চক্র এনজিও থেকে দুইলক্ষ টাকা লোন নিয়ে ঢাকা থেকে শাড়ী থ্রীপিচ, লুঙ্গি কাপর দোকানে তুলেন, প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত আনুমানিক ১২টায় দোকান বন্ধ করে বাড়ী চলে যায়,পরের দিন সকালে এসে দোকানের তালা ভাঙ্গা, সার্টার খোলার পর দেখতে পেলো শাড়ি থ্রীপিচ লুঙ্গি  গুলো নিয়ে গেছে,কোন থান কাপর নেয়নি, প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল নিয়ে যায়, অসহায় মামুন বাবার মৃত্যুর পর ঢাকা থেকে এলাকায় ব্যাবসা শুরু করেন,মা সহ ৫সদস্যের পরিবারের দায়িত্ব মামুনের কাধে,নিজের অল্প পুজিতে ব্যাবসা চলেনা বিধায় লোন নিয়ে ব্যাবসার অনেক বড় স্বপ্ন ছিল,আজ মামুনের স্বপ্ন যেন মরার উপরে খারার গা।নিরুপায় সময়ের কঠিন মুহুর্তে মামুন, সংসার খরচ সামলিয়ে কিস্তির টাকা পরিশোধ করা তার জন্য ভয়ানক পরিনত হয়ে দাড়িয়েছে।
স্থানীয় মেম্বার আজম বলেন, ঘটনাটি দুঃখজনক, আমরা চোর শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।