ভোলার বোরহানউদ্দিনে জাতীয় শিশু দিবস পালিত

মোঃ ইকবাল হোসেন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় (টেলি কনফারেন্সে) সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীগণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠান সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এ সময় শেখ হাসিনার ঘাটি ভোলা জেলার মাটি, মুকুল ভাইয়ের ঘাটি ভোলার মাটি স্লোগানে স্লোগানে মুখরিত হয় সভাস্থল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।