সর্বশেষঃ

ভোলার দৌলতখানে ইলিশ ধরায় ১২ জেলের জরিমানা

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার দৌলতখানে মেঘনায় নিষিদ্ধ জোনে ইলিশ শিকার করায় ১২ জেলেকে জরিমানা ও ৩ টি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে জরিমানা করেন। এসময় ট্রলারে থাকা অবৈধ ১০ হাজার মিটার মসারি জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করা জেলেরা দৌলতখানের মদনপুর ইউনিয়নের মেঘনা নদীতে মা ইলিশ শিকার করে। এ সময় জাল ও ট্রলারসহ ১২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ। এ সময় ৩ টি ট্রলারও জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়। উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।