ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
জামিল হোসেন ॥ ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৫ টায় বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার পক্ষ উদ্যোগে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অর্থ সম্পাদিকা হোসনেয়াারা বেগম চিনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা ঝিনাত রেহানা, ইসরাত জাহান বনী, মোবাশ্বেরুল্লাহ চৌধুরী, লায়লা আরজুমান ভানু, শাহনাজ বেগম লিলি, অ্যাডভোকেট মমতাজ বেগম। বক্তারা নারীর অধিকার মর্যাদা ও বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নারীর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।