ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন মো: মহসিন,অতিরিক্ত সচিব (কারিগরি)

মনিরুজ্জামান : ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ওই ইনস্টিটিউট প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মহসিন বলেন,কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা অর্জন । ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।কারিগরি শিক্ষার অগ্রগতি এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। একে আরও বেগবান করার জন্য সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ ও স্কুল প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে

আরও বক্তব্য রাখেন ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,চিফ ইন্সট্রাক্টর আরএসি মুজিব আলম মিঠু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, , অফিসার ইনচার্জ মনির হোসেন, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সদ্দার, নুরুল আমিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।