সর্বশেষঃ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে

ভোলায় ওয়ার্ড ভিত্তিক কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৈশর কর্মসুচির সাংস্কৃতি ও ক্রীড়া কর্মকান্ডের আওতায় মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ নিরসনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর।
আরো উপস্থিত ছিলেন (এইচ আর এডমিন)’র সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া অটল, পিপিইপি প্রকল্পের কমিউনিটি মবিলাইজেসন অফিসার মোঃ মাসুম বিল্লাহ সবুজ, কৈশর কর্মসুচির উপজেলা প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ মানসুর আলম ও মানবতার সেবার সাধারণ সম্পাদক মোঃ জোবাইদুর রহমান প্রিন্স।
প্রতিযোগিতার মধ্যে ছিলো ব্যাডমিন্টন ও আর্ম রেসলিং (পাঞ্জা লড়াই)। প্রতিযোগিতায় ভোলা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের কিশোর-কিশোরীরা অংশ নেয়। ব্যাডমিন্টনে কিশোরদের মধ্যে চ্যাম্পিয়ন ১ নং ওয়ার্ড, রানার আপ ৪নং ওয়ার্ড, কিশোরীদের মধ্যে চ্যাম্পিয়ন ৫নং ওয়ার্ড রানার আপ ৯নং ওয়ার্ড। পাঞ্জা লড়াই কিশোর চ্যাম্পিয়ন ৪নং ওয়ার্ড, রানার আপ ৩ নং ওয়ার্ড। পাঞ্জা লড়াই কিশোরী ৬নং ওয়ার্ড, রানার আপ ৪ নং ওয়ার্ড। পরে প্রতিটি ক্লাবের মধ্যে উপকরন বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।