সর্বশেষঃ

দ্বীপজেলা ভোলায় জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা

সমাজের না বলা ও বঞ্চিত মানুষের কথাগুলো তুলে ধরবে সময়ের আলো

স্টাফ রিপোর্টার ॥ সমাজের না বলা এবং বঞ্চিত মানুষের কথাগুলো তুলে ধরার মধ্যদিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছে জন্মদিনে আসা অতিথিরা। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলায় সময়ের আলো’র জন্মদিন পালন করেছে প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ সুশিল সমাজের জন প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, শিক্ষাবিদ ও সাংবাদিক মো: শওকাত হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলামসহ অতিথিরা এসব প্রত্যাশার কথা বলেন। দৈনিক সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: আফজাল হোসেন এর সভাপতিত্বের অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, পত্রিকা হচ্ছে স্বচ্ছ গ্লাসের মত, যেখানে সুন্দর ছবি দেখা যায়। আমরা সময়ের আলোর কাছে সমাজের সেই ছবি দেখতে চাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশিদ, মো: হেলাল উদ্দিন, হাসনাঈন আহমেদ মুন্না, মো: লিটন, মো: আদিল হোসেন তপু, জুয়েল সাহা, মো: ইমতিয়াজুর রহমানসহ প্রমুখ। সকলেই সময়ের আলোর মঙ্গল কামনা করেন। পরে অতিথিরা কেক কেটে দৈনিক সময়ের আলো পত্রিকার জন্মদিন পালন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।