ভোলার চাঞ্চল্যকর ইমাম হত্যা মামলার প্রধান আসামী স্বামী-স্ত্রী ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

মাহে আলম মাহী : ভোলা জেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম হত্যা মামলার মুল আসামী আবু তাহের মাঝি (৫১) ও তার স্ত্রী কুলসুম বেগম (৪২) কে গ্রেফতার করেছে শশীভূষণ থানা পুলিশের একটি চৌকস টিম। গত শুক্রবার ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর দিকনির্দেশনায় ও শশীভূষণ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে দায়ের করা এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপঙ্কর দে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থানার ১নং গলি থেকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সাথে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যাকান্ড সংক্রান্ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এ হত্যা কান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় নুরুল ইসলাম ও তার চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে মামলা মোকাদ্দমা সংক্রান্ত পাওনা টাকার হিস্যা নিয়ে তর্কের জের ধরে আসামী আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করে। স্বজনরা ভিকটিমদের প্রথমে চরফ্যাসন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মাওলানা নূরুল ইসলাম মারা যান।
এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মামলা দায়েরের পর পরই হত্যাকান্ডের সাথে জড়িত আসামী আবদুল মালেককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।