ভোলায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১

স্টাফ রিপোর্টার : ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেন। ২৬শে ফেব্রুয়ারী দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সবুজ সরকার নামের এই মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃত সবুজ ঢাকা জেলার উত্তর বাড্ডার দাদাবাজার, আলী মোড়ের বাসিন্দা শাহাজান সরকারের ছেলে।
পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রিপনসহ পুলিশের একটি টিম নিয়ে ইলিশাঘাটের ব্লক এর উপর থেকে মাদক কারবারি সবুজ কে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়। ভোলা কে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আটকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এস আই গোলাম মোস্তফা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।