সর্বশেষঃ

ভোলায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক ॥ বিএনপির পূর্ব ঘোষিত সারা দেশের ন্যায় ভোলায় বিএনপি’র পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১২:টায় জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ শেষে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ে এসে জড়ো হতে থাকে। বেলা ১১ টার দিকে বিএনপি জেলা কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক উল্লাহ তালুকদার, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আশিফ আলতাফ প্রমূখ। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ দেশব্যাপী বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে রাজপথে থেকে বিএনপির সকল কর্মসূচীতে আন্দোলন সংগ্রামের পালনের প্রতিজ্ঞা করেন।


সমাবেশ শেষে কালীনাথ বাজার বিএনপি কার্যালয় থেকে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন নিয়ে শহরে পদযাত্রা শুরু করে খলিফাপট্টি মসজিদের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে। সেখানেই তারা অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকে। এসময় সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পদযাত্রা শেষ করে। তবে পুলিশের বাঁধায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ূন কবির সোপান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আঃ রব আখন, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টূ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন, জেলা বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।