নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
আওয়ামীলীগ নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন ও সাংবাদিক মনিরের মায়ের মৃত্যু
ভোলার বাণী ডেস্ক ॥ আওয়ামীলীগ নেত্রী, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন ও সাংবাদিক এবং বিয়ে বাজারের কর্ণধার মনিরুল ইসলামের মা মাইমুনা খাতুন আর নেই। শনিবার সন্ধ্যায় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার দুপুর ২ টায় ভোলার যুগিরঘোলস্থ কেন্দ্রীয় ঈদগাহে মরহুমার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে এমনটাই জানা গেছে পরিবারের সদস্যদের কাছ থেকে। তিনি ভোলার পীর সুফি হাবিবুর রহমান (রহঃ) এর কন্যা। মরহুমার মৃত্যুতে ভোলার বাণী পরিবার গভীর শোকাহত।