আনোয়ার হোসেন এর মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি অনু’র শোক
ভোলার বাণী ডেস্ক ॥ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা প্রেসক্লাব সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু। তিনি এক বিবৃতিতে বলেন, মরহুম আনোয়ার হোসেন এর নেতৃত্বে আমরা শিল্পকলা একাডেমীর মাধ্যমে ৮০’র দশক থেকে ভোলার সাংস্কৃতিক অঙ্গনকে বেগবান করতে কাজ করেছি। আনোয়ার হোসেন এর নেতৃত্বে আমাদের মত একঝাক সাংস্কৃতিক কর্মী সৃষ্টি সহ ভোলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক উন্নয়ন ঘটেছে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা আর কোন দিন পূরণ হবে না। অনু মরহুম আনোয়ার হোসেন এর রুহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।