ধ্বংসস্তুপে পাওয়া গেল ঘানার ফুটবল তারকার মরদেহ

ডেস্ক রিপোর্ট ॥ তুরস্কে ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ঘানার আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে তার এজেন্ট জানিয়েছেন। একত্রিশ-বছর বয়সী এই ফুটবলার এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন। ৬ই ফেব্রুয়ারির ভূমিকম্পে তুর্কী প্রদেশ হাতাইয়ের আন্টাকিয়ায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকে আতসু নিখোঁজ ছিলেন।
তুরস্কের একটি শীর্ষস্থানীয় ক্লাব হাতায়স্পোর টুইটারে এক পোস্টে বলেছে, ‘আমাদের দুঃখ প্রকাশের আর কোন ভাষা নেই। তোমাকে আমরা ভুলব না, আতসু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে সুন্দর মানুষ। ভূমিকম্পের পর হাতায়স্পোর প্রথমে জানিয়েছিল যে আতসুকে ‘আহত অবস্থায়’ উদ্ধার করা হয়েছে, কিন্তু একদিন পরই তারা বক্তব্য পাল্টে ফেলে।
ক্রিশ্চিয়ান আতসুর এজেন্ট নানা সেচেরে শনিবার এক টুইটার পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে দুঃখজনকভাবে ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি রইল আমার গভীর সমবেদনা প্রার্থনা এবং সমবেদনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আতসু সৌদি আরবের দল আল-রায়েদের সাথে এক মৌসুম খেলার পর ২০২২ সালের সেপ্টেম্বরে হাতায়স্পোরে যোগ দেন। খবর বিবিসির।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।