সর্বশেষঃ

ফুলেশ্বরী

ফুলেশ্বরী
-এম,অলিউল্যাহ (হাসনাইন)

তুমি কবিতা, তুমি গান, প্রান
যত সুর, যত রং, আমৃত্যু অম্লান।

তুমি উর্বর সবুজ পলিময় শস্যভূমি
তুমি শান্ত স্নিগ্ধ নদী।
তুমি নিরবধি যাও সাগর সঙ্গমে
হও দুরন্ত উচ্ছল শ্যামল রঙ্গমে।

তোমার নিস্তব্ধতার সরলতা নিয়ে
গান গেয়ে দ্রুত ধেয়ে
কেমন সুন্দর বনহরিণির মতো
নেচে নেচে লজ্জাবতী লাজে নত।

তুমি যেন ফুল ভারে ফুলেশ্বরী লতা
হাসি হাসি চোখ,মুখে নেই কথা।
কী যে আকুলতা
অধর কাপানো সুখ ব্যকুলতা।

কী সাধ ও বুকে অন্তরে অন্তরে
কে জানে সে কোন অদৃশ্য মন্তরে।
মন্ত্রমুগ্ধ অপলক চেয়ে।

তুমি সুজনা, সাজনী, সুন্দরী
হিত চঞ্চলা রুপসী।
তুমি সুধাময়ী বিশ্ব প্রকৃতির মেয়ে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।