সর্বশেষঃ

ভোলায় ক্যাম্পাস থিয়েটারের নাট্য কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রার অংশ হিসেবে ভোলা জেলা সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত নাট্য কর্মশালা সফলভাবে সম্পন্ন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে ভোলা জেলার বিভিন্ন ক্যাম্পাস থিয়েটারের সদস্যদের নিয়ে দিনব্যাপী এই নাট্য কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া। সভাপতিত্ব করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন ভোলা জেলা সংসদের সভাপতি প্রফেসর পারভীন আক্তার এবং সঞ্চালনায় ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন ভোলা জেলা সংসদের সাধারণ সম্পাদক মো: এরশাদ।
ক্যাম্পাস থিয়েটার আন্দোলন ভোলা জেলা সংসদের ব্যবস্থাপনায় এবং ভোলা সরকারি কলেজের সহযোগিতায় দিনব্যাপী এই নাট্য কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী এবং ভোলার স্থানীয় নাট্য ব্যক্তিত্ব অতনু করঞ্জাই। এছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’র কর্মশালা বিষয়ক সম্পাদক রতন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আতিকুর রহমান।
কর্মশালায় ক্যাম্পাস থিয়েটার আন্দোলন ভোলা জেলা কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভোলার স্থানীয় সমাজকর্মী মীর মোশারেফ অমি। কর্মশালা শেষে সকল নাট্যকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং আসন্ন তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসবকে কেন্দ্র করে ভোলা জেলা সংসদের কার্যক্রম সম্পর্কে সভার মাধ্যমে বিশেষ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।