সর্বশেষঃ

ভোলায় ১০ দিন ব্যাপী সাইক্লিং প্রশিক্ষণ শুরু

মনিরুল ইসলাম ॥ ভোলায় তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকা সাইক্লিং প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণের উদ্বোধন করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম।
তৃণমূলে প্রতিভা অন্বেষণে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছেলে-মেয়ে অংশ নেয়। প্রশিক্ষণ পরিচালনা করেন, জাতীয় সাইক্লিং প্রশিক্ষক মো. সাহিদুর রহমান। সমন্বয়কারি হিসেবে ছিলেন, আবদুল আলিম আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, জিয়া উদ্দিন রুবেল প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র অংশগ্রহণ করলেও ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ থেকে মেয়েরা অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণে অংশ নেয়া বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের জাতীয় পর্যায়ে সাইক্লিং প্রশিক্ষণের সুযোগ করে দেয়া হবে। পরবর্তিতে তাদের আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।