ভোলার শশীভূষণে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট

চরফ্যাশন সংবাদদাতা ॥ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট কর্তৃক বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানার অর্ন্তগত “শশীভূষণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়’টি” সোমবার (১৩ ফেব্রুয়ারি) সরজমিনে পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিষ্টেম এনালিষ্ট মাসুদুল হক ভূঁইয়া, এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডি.ডি) নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম, এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও দাতা সদস্য আব্দুস ছালাম পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে ২০২জন প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে। এসব প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া এবং শরীরচর্চাসহ স্বাস্থ্যসম্মত শিক্ষার প্রচার ও প্রসার দিন দিন বাড়ছে। অত্র বিদ্যালয়টি অটিজম, সেরিব্রালপালসি, বুদ্ধিপ্রতিবন্ধী ও ডাউনসিনড্রম বিশেষ বাচ্ছাদের উপস্থিতি শতকরা ৯০% প্রায়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিষ্টেম এনালিষ্ট সোমবার সরেজমিন পরিদর্শনকালে ১৮০জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বিশেষ বাচ্ছাদের খেলাধুলার বিভিন্ন রকম সামগ্রী দেখতে পাওয়া যায় ও খেলাধুলা করার মতো পরিবেশ বিদ্যালয়ে বিদ্যমান রয়েছে। বিদ্যালয়ের দক্ষ শিক্ষক ও শিক্ষাসহকারীগণ নিরলসভাবে তাদের শিক্ষার্থীদের সুন্দর সাবলীলভাবে পাঠদান ও খেলাধুলার কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের শেখানো পাঠ পরিকল্পনা মোতাবেক প্রতিদিন নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সম্মত পরিকল্পনা, ব্যয়াম, যাতায়তের জন্য পরিবহনের সু-ব্যবস্থা অত্র বিদ্যালয়ে রয়েছে। ইঞ্জিন চালিত দু’টি ভ্যান রয়েছে। আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। তারাও সাচ্ছোন্দ্যের সাথে পাঠদানে আগ্রহী। শশীভূষণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়’টি সরকারি অর্থ সহয়তা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেলে শিক্ষার্থীগণ এবং শিক্ষকগণের পাঠদান আরোও বহুমাত্রিকভাবে বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।