সর্বশেষঃ

আমাদের ছোটো গাঁয়

জাহীদ হোসেন

আমাদের ছোটো গাঁয়
বাবুই পাখি বাসা বাঁধে হেথা
বাতাসে দোল খায়।
পাশের পয়লা বিলে
মানুষের সাথে পাল্লা দিয়ে
মাছ নিয়ে যায় চিলে।
নিঝুম বৃষ্টি এলে
ফুটবল মাঠে গড়াগড়ি খেতাম
কাঁদা মাখা শরীর জুড়ে।
বাউল সাধকের গানে
মনটা আমার আজও কাঁদে-
সেই মিষ্টি সুরের টানে।
বড়ো একা একা লাগে
ইচ্ছে করে ছুটে যাই সেই
মধুমাখা ছোটো গাঁয়ে।
আজও মন যাহা চায়
সারা গায়ে ধুলাবালি মেখে
যদি গোল্লছুট খেলা যায়।
আজ পথ গিয়াছে বেঁকে
ইট পাথরে ঘিরিয়া রাখিছে
দেহ-মন পরবাসে।
কেউ দেখে না ফিরে
বন্ধু স্বজন কমিতেছে কেমন
স্বার্থের কাছে হেরে।
শুধিবো কেমনে ঋণ
দিনে দিনে বহু বাড়িতেছে দেনা
সময় বড়োই ক্ষীণ।
ফিরে যাই মাটির কাছে
আমার গাঁয়ের মাটির গন্ধ
আমার গায়েই আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।