তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত
এম রহমান রুবেল ॥ মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর ভোলায় দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় সদর উপজেলায় যুব উৎসব উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন। এসডিএফ’র বরিশাল আঞ্চলিক কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির জব রিপ্লেসমেন্ট অফিসার মোঃ মোসলেম উদ্দিন বাবলু, রিজডা বাংলাদেশ এর জব রিপ্লেসমেন্ট অফিসার মোঃ শাহ আলম, ইভিটেক্স ঢাকা এর সিইও মিরাজ হাসান, এসডিএফ ভোলা সদর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার মোঃ মোস্তফা ও বিভিন্ন গ্রামে কর্মরত সিএফ’রা প্রমুখ। যুব উৎসবের আলোচনা সভা শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।