ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
পারভেজকে আহ্বায়ক করে ভোলা সদর উপজেলা ছাত্র সমাজের কমিটি গঠন
বাংলাদেশ জাতিয় পার্টি (বিজেপি)’র সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ভোলা সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।১০ ফেব্রুয়ারি শুক্রবার ভোলা জেলার ছাত্র সমাজের আহ্বায়ক মানোষ ঘোষ শান্ত স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।ভোলা সদর উপজেলা ছাত্র সমাজ নেতা মোঃ পারভেজকে আহ্বায়ক ও মো. খোকনকে সম্মানিত সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা শাখা।দীর্ঘদিন পরে নতুন এ কমিটি পেয়ে আনন্দিত ছাত্রসমাজের নেতা কর্মীরা। নব নির্বাচিত আহ্বায়ক পারভেজ বলেন, আমরা অতীতের ন্যায় কাজ করে সদর উপজেলা ছাত্র সমাজকে আরো শক্তিশালী । এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র হাত কে শক্তিশালী করতে দৃঢ়তার সাথে কাজ করে যাবে ভোলা জেলা ছাত্র সমাজ। সাথে সাথে আমার উপর আস্থা রাখার জন্য দলের চেয়ারম্যন আন্দালিভ রহমান পার্থ ভাই,বিজেপি’র তৃণমূল নেতাকর্মী ও জেলা কমিটির আহব্বায়ক মানোষ ঘোষ শান্ত’র প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।