বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত
ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘মানব সেবায় আমরা, রক্ত দেব সর্বদা’ এ শ্লোগানে বুধবার (১লা ফেব্রুয়ারী) মানবতার সেবা সংগঠনের উদ্যোগে শহরের চরনোয়াবাদ এলাকার পশ্চিম চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় চরনোয়াবদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ কার্যক্রম। এ সময় পশ্চিম চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।