সর্বশেষঃ

স্কাউট জাম্বুরীতে ভোলা জেলায় গৌরব পতাকা অর্জন করলো আব্দুর রব স্কুল এন্ড কলেজ

মনিরুল ইসলাম ॥ ৩২ তম এশিয়ান প্যাসিফিক এবং ১১তম ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে ভোলা জেলার বিভিন্ন উপজেলার পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ঢাকা মৌচাকে (১৯-২৭) জানুযারি অনুষ্ঠিত জাম্বুরীতে দেশি ও বিদেশি প্রায় ১১ হাজার স্কাউটেরদের সমাগম ঘটে। এদের মধ্যে ২০০০ ছিলেন কর্মকর্তা। ১১টি ELAN এর মধ্য দিয়ে জাম্বুরী পরিচালিত হয়। যার মধ্যে ছিল ভোরের পিটি, বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করা, মজার মজার খেলা ইন্ডাস্ট্রি ভিজিট, ডে নাইট হাইকিং, ফ্যান্টাসি কিংডম পরিদর্শন, বেটার ফ্রেমওয়ার্ক প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্থাপন, এবং ক্যাম্প ফায়ার।
বাংলাদেশে এই প্রথম স্কাউটারদের জন্য রাতে হাইকিং পরিচালিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ তারিখে সমাপনীর বক্তব্যের মধ্যে দিয়ে এ ক্যাম্প শেষ হয়। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদ বিভিন্ন তাবু পরিদর্শন করেন। ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজ এ জাম্বুরিতে গৌরব পতাকা (টপ টেন) অর্জন করে। গৌরব পতাকা অর্জনের বিষয় ছিল তাবু পরিপাটি রাখা স্বাস্থ্য সুরক্ষা পরিপাটি ড্রেস টার্ণ আপ এবং বিভিন্ন গেজেট তৈরি করা। এ গৌরব পতাকা অর্জন করায় ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজকে ভোলা জেলা প্রশাসক জনাব তৌফিক-ই-লাহী চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।