সর্বশেষঃ

অমর আত্মা : সারাহ

জাহীদ হোসেন

জীবনের কী মরণ হয়? জীবন কী থেমে যায়!
যদি সেই আত্মার অধিকারী সারাহ ইসলাম হয়।
বিশটি বছর পার হয়ে যায় কঠিন রোগে ভুগে
তবু জীবনের নয় পরাজয়, সারাহ মরেও বাঁচে।

ব্রেন টিউমারে পরাজিত হয়ে তুমি বিপর্যস্ত হলে
নিজের কিডনি, চোখের মনি পরকে বিলিয়ে দিলে,
এমন দান মানুষের জন্য আর কে বা করে বলো
তোমার কাছে মানবতা আজি কঠিন ঋণী হলো।

সারাহ-‘র চোখে বিশ্বের আলো জীবন্ত কথা কয়
একজন সারাহ ভাগ হয়ে আজি চারজন সারাহ হয়।
এমন জীবন কয় জনা পায়, কঠিনকে সহজ করে!
বাংলার মানুষ অবাক আজি এমন কন্যা পেয়ে।

মুক্ত মনের ঐশ্বর্য তুমি, যেনো মুক্ত বিহঙ্গ নারী
বাংলা মায়ের বীর সন্তান, তুমিই বাংলা ভূমি,
গল্প তুমি, কবিতা তুমি, আজি মানবতার কা-ারী
তুমি বাংলার ফুলকলি, আজি বিনয়ে তোমায় স্মরি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।