তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্ঠ দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি। ভোলা সিভিল সার্জন অফিসের আয়োজনে হীড বাংলাদেশ, ভোলা এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফাহমিদ খান শাকিব। প্রধান আলোচক ছিলেন হীড বাংলাদেশের ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মারিও মুক্তি মন্ডল। বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্সিং মিডওয়াইকারী কলেজ মোঃ আফজাল হোসেন, পাবলিক হেলথ নার্স মোসাম্মদ বিবি আসমা প্রমূখ। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, নার্স, সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।