চরফ্যাশনে এবি ব্যাংকের শাখা উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশন উপজেলা সদরে এবি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮জানুয়ারী) সকালে বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে সাথে নিয়ে এই ব্যাংকের উদ্বোধন করেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জাহিদুল ইসলাম সৌরভ প্রমুখ। এ সময় এবি ব্যাংক চরফ্যাশন উপশাখা ম্যানেজার গাজী গোলাম কিবরিয়াসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।