সর্বশেষঃ

ভোলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৪ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিষয়ক দিন ব্যাপী এক উদ্বুদ্ধকরণ কর্মশালা সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ মাইনুদ্দিন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আরশাদুল হক প্রমুখ। কর্মশালায় ষ্ট্রেংডেনিং রিডিং হেভিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারী স্টুডেন্টস স্কিন এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি নিয়ে বিশদ বিশ্লেষণ করেন টিম ম্যানেজার মোঃ জাফর হোসেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাহিত্য গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোটগল্প ও নাটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান। এছাড়া দেশ বিদেশের তথ্য উপাত্ত সম্পর্কে জ্ঞান লাভ করতে বই পড়ার কথা বলেন। প্রধান শিক্ষক ও সংগঠকদের প্রতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ এর ভূয়ষী প্রশংসা করে তিনি বলেন, বই পড়ায় মনোনিবেশ থাকলে শিক্ষার্থীরা মাদক নেশাগ্রস্ত ও মোবাইল ফোন থেকে বিরত থাকবে। কর্মশালায় ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ১৯৪জন শিক্ষক অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।