সর্বশেষঃ

নিউজ প্রকাশ করায় ভোলায় ফের ব্যবসায়ীকে হত্যার হুমকি

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার বাণীতে বুধবার (২৫ জানুয়ারী) তারিখের সংখ্যায় “প্রাণ নাসের হুমকি, ভুয়া নাম ব্যবহার করে চাকুরী ॥ ৩৫ লাখ টাকা আত্মসাত” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর আমির হোসেন কে বুধবার বিকেলে ফের হত্যার হুমকি দেন মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর ম্যানেজার প্রতারক রুবেল ওরফে সুজন। তবে এবার ফোনে নয় সরাসরি এ হত্যার হুমকি দেয়া হয়। মেসার্স মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর মালিক আমির হোসেন জানান, চরফ্যাশন এলাকার প্রায় ৫০ জন এর মত লোক আমার ফিলডে কাজ করে। এর মধ্যে ইব্রাহিম ও কামালকে এলাকায় পেয়ে রুবেল বলে, চরফ্যাশন থানায় যত খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি মামলা হবে সবগুলোতেই আমিরকে ঢুকামু। ওর বউ, ছেলে, মেয়ে, ভাই ও জামাইকেও একই মামলায় আটকামু। এর পর না পারলে একদম শেষ (হত্যা) কইর‌্যা ফালামু। ওর কত বড় সাহস আমার নামে নিউজ করে। প্রতারক রুবেল ওরফে সুজন আরো বলেন, ওর টাকা দিয়েই ওর সাথে বুঝমু।
এদিকে রুবেল এর বাড়ীতে লোক পাঠালে ওর বাবা বাবুল এবং মা মাহমুদাও আমির হোসনকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। উল্লেখ্য, মেসার্স মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর ম্যানেজার রুবেল ওরফে সুজন উক্ত প্রতিষ্ঠানে চাকুরী করে ৩৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করে লাপাত্তা হয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।