লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ ॥ অতপর আগুনে পুরিয়ে ধ্বংস
জাহিদ দুলাল, লালমোহন ॥ ভোলার লালমোহনে প্রায় ৪৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করার পর আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গজারিয়া বাজারের সবুজ ও শাহে আলমের গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সহায়তায় গজারিয়া বাজারের ২টি জালের গুদামে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার নিষিদ্ধ মশারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়। দোনাক মালিকগণ ভবিষ্যতে এ ধরনের অবৈধ জাল আর বিক্রি করবে না মুছলেছা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয় । সন্ধ্যায় জব্দকৃত জালগুলো লালমোহন ষ্টেডিয়ামের মাঠে পুরিয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ ও কোস্ট গার্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল ও মশারি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ভবিষ্যতে নদীতে মৎস্য খাতের সুরক্ষার জন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে।