ভোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী পালিত
মোঃ আজিজুল হক হাওলাদার ॥ ভোলায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জানুয়ার) বাদ মাগরিব ভোলা জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ূন কবির সোপান, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর, পৌর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন এবং জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা শ্রমিক দল, জেলা যুবদল, জেলা জেলা কৃষক দল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম।