বোরহানউদ্দিনে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বুধবার ১৮ জানুয়ারি সন্ধ্যার পর ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সাংবাদিক মনির হাওলাদার, আব্দুল মালেক, বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ প-িত, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিক প-িত, বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এরশাদ, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উন্নয়ন কর্মকা-ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে থেকে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকরা সভায় বিভিন্ন চিত্র তুলে ধরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান। সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সকলকে এক সাথে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরে ৩ বছর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডারের একজন সদস্য।