সর্বশেষঃ

বিভিন্ন দাবিতে ভোলায় বিএনপির বিক্ষোভ

মোঃ শাহীন কাদের ॥ খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি ও সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ভোলাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে শহরের মাহাজনপট্টি বিএনপির কার্যালয় ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক জনাব আসিফ আলতাফ।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ সহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টুসহ কৃষক দলের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাসানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুলা আল রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মনজু, সদস্য সচিব জাকারিয়া বেলালসহ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার রাতের ভোটের সরকার, নিশিরাতের সরকার। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং যারা এ প্রতিবাদ করছে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।