সর্বশেষঃ

ভোলায় জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন, পুরস্কার বিতরণ

আব্দুস সহিদ তালুকদার ॥ ভোলা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন খেলাধুলা গজ্নবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আমির হোসেন, সম্পাদক জাকির হোসেন তালুকদার।
খেলায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছাত্র-ছাত্রীদের দলীয় খেলা ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, অ্যাথলেটিক্স টেবিল টেনিস অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন গ্রুপে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার, দৌড় প্রতিযোগিতা, বর্ষা নিক্ষেপ, উচ্চলাফ, দীর্ঘ লাফ, চাকতী নিক্ষেপ, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিকেল ৪টায় ভোলার গজ্নবী স্টেডিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ তালুকদার, ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবি আব্দুল্লাহ, ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাদিসুর রহমান, চরপাঙ্গাসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসেন, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রফিক উল্লাহ খানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকগণ। খেলায় ধারাভাষ্যকার করেন ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান।
পুরস্কার বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখে, তাই বিভিন্ন স্কুল মাদ্রাসায় প্রতিবছর খেলাধুলার আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।