তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মানুষের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের কারাগারকে সংসার বানিয়েছেন বঙ্গবন্ধু : এমপি শাওন
রফিক সাদী, স্টাফ রিপোর্টার ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার নির্দেশে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক হওয়া যাবে। মানুষের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের কারাগারকে সংসার বানিয়েছেন বঙ্গবন্ধু। দেশের জন্য কাজ করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বাংলাদেশকে কলংকিত করা হয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে চলছে দেশ। মঙ্গলবার দুপুরে ভোলার তজুমদ্দিনে আধুনিক হলরুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, চাচড়া চেয়ারম্যান আবু তাহের, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।