ভোট বাতিলের দাবি জানিয়েছেন জিন্নাগড় ইউপির স্বতন্ত্র প্রার্থী

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে করে অভিযোগ করেন, নৌকা মার্কার কর্মীরা তার ১, ২, ৪, ৭, ৮, ৯নং ওয়ার্ডের ৬টি কেন্দ্রের আনারস মার্কার এজেন্ট বের করে প্রকাশ্যে নৌকা মাকায় ভোট দিয়েছেন। তিনি ওই ১, ২, ৪, ৭, ৮, ৯নং ওয়ার্ডের ভোট বাতিল করে পুনরায় ভোট দেয়ার দাবী জানান। তিনি এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে জিন্নাগড় ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ তার বাড়িতে এ সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।