ভোলার চরফ্যাশনে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার॥ ভোলার চরফ্যাশন উপজেলায় অগ্নিকাণ্ডে আধাপাকা একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের শিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির ব্যবসায়ী শাকিল সিকদারের পরিবারের লোকজন চুলায় রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে রান্না ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তারা ঘর থেকে দ্রুত বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই ঘরে থাকা টিভি, ফ্রিজসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।