ভোলায় অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ইয়ামিন হোসেন॥ একাত্তরের রণাঙ্গনে জীবন বাজী রেখে একটি স্বাধীন পতাকার জন্য যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এমন ৮ জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে ভোলা সমাজ সেবা অফিস।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় ভোলা শহরের মুক্তিযোদ্ধা কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ করা হয়। অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মিয়া, মোঃ জয়নাল আবেদিন, অজিউল্লাহ্ মিয়া, সিপাহী মতিউর রহমান, নায়েক মোঃ রুহুল আমিন, সুবেদার আবদুল খালেক, সুবেদার মেজর ওহাব খান, পুলিশ আবদুল গনি হাওলাদার।
হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাংলার কন্ঠের সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু প্রমুখ।