ডাঃ এস এ মালেক এর মৃত্যুতে ভোলায় আলোচনা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ এস এ মালেক এর মৃত্যুতে আলোচনা সভা ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ভোলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হল রুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাসেত, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ফরাজী, বঙ্গবন্ধু পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।