সর্বশেষঃ

এসএসসিতে গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। বিদ্যালয়টি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্র্ডের গফুরগঞ্জ বাজারের নিকটে আবদুল গফুর পাটওয়ারি বাড়ির দরজায় অবস্থিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল এমরান খোকন পাটওয়ারি।
এ বছরের এসএসসি পরীক্ষায় ১০৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫, এ গ্রেড ২৪ জন, এ মাইনাস ৪ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ২১ জন, ছাত্রী ছিলেন ১৫ জন। মানবিক বিভাগ থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড ১৫ জন, এ মাইনাস ২১ জন, বি গ্রেড ১৬ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ১৯ জন, ছাত্রী ছিলেন ৩৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড ২ জন, এ মাইনাস ৯ জন, বি গ্রেড ৪ জন, সি গ্রেড ১ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ১৪ জন, ছাত্রী ছিলেন ২ জন।
সহকারী প্রধান শিক্ষক রিপন চন্দ্র দাস ও সহকারী শিক্ষক পবিত্র বলেন, আমাদের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়ের এই অর্জন। আমরা ছাত্র-ছাত্রীদেরকে মনিটরিং করার চেষ্টা করি। শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করছে নাকি বাহিরে আড্ডা দিচ্ছে এ বিষয়ে খোঁজ নেই। আমরা এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন (বাচ্চু) বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করার মাধ্যমে গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল স্কুল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।