বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
নিরাপদ খাবার প্রস্তুতকরণ বিষয়ে লালমোহনে কৃষাণীদের প্রশিক্ষণ
জাহিদ দুলাল, লালমোহন ॥ ভোলার লালমোহনে ৪০ জন কৃষাণীকে নিরাপদ খাবার প্রস্তুতকরণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা কৃষি অফিসের এসএসিপি প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ।