তজুমদ্দিনে হারভেস্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ডেস্ক রিপোর্ট ॥ ভোলার তজুমদ্দিনে ধান কাটার হারভেস্টরের নিচে পড়ে মরিয়ম বেগম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁচড়া গ্রামের ইলেক্ট্রেশিয়ান নূর ইমামের ছোট মেয়ে।
স্থানীয়রা জানান, দুইদিন আগে মরিয়ম তার চাচির সাথে চাচির বাবার বাড়িতে বেড়ায়াতে এসেছে। ঘটনার সময় জমি থেকে ধান কাঁটা শেষে হারভেস্টরটি চালিয়ে অন্যত্র নিচ্ছেন চালক। এসময় হারভেস্টরের পিছনে কয়েকজন বাচ্চা দৌড়াদৌড়ি করতে থাকে। হঠাৎ করে অসাবধানতাবশত শিশু মরিয়ম হারভেস্টর মেশিনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। সেই চাচির সাথে চাচির বাবার বাড়িতে বেড়ায়াতে এসেছে।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খরব পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।