বোরহানউদ্দিনে আমনের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাঁসি

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ বোরহানউদ্দিনে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ঘুর্ণিঝড় ছিত্রাংয়ের প্রভাব কটিয়ে আমনের এমন বাম্পার ফলনে কৃষকদের মনে বইছে আনন্দের ঝিলিক।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে, তাই ধান কাটা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা মিলে পাকা ধানের সোনালী রঙের অভায় ভরপুর। মাড়াই ও খর শুকনো থেকে ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তেমনি সিদ্ধ ও শুকিয়ে গোলায় মজুদ করা নিয়ে ব্যস্ত কিষানিরা।
স্থানীয় কৃষকরা বলেন, ঘূর্ণিঝড় ছিত্রাংয়ের প্রভাব কাটিয়ে আমনের এমন বাম্পার ফলন পেয়ে আমরা খুশি। স্থিতিশীল বাজার ও ন্যায্যমূল্য পাওয়ার দাবি এ অঞ্চলের কৃষকদের। ফসলের উপযুক্ত মূল্য না পেলে আগ্রহ হারাবে কৃষকরা।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার এইস এম সামীম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি জমি খালি রাখা যাবেনা, আমরা সেই লক্ষে কাজ করছি, কৃষকরা কৃষি অফিসের পরামর্শ মতে সঠিক সময়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেই আমনের এমন বাম্পার ফলন হয়েছে। এবছর মোট ১৮১৫৫ হেক্টর জমিতে আমন চাষ হয়। হেক্টর প্রতি ৫.২০ অর্জিত লক্ষ্য মাত্রা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।