সর্বশেষঃ

ভোলায় রাহেলা খাতুন মডেল একাডেমীর মতবিনিময় সভা

আব্দুস সহিদ তালুকদার ॥ ভোলা সদর উপজেলার কদম আলী সড়কে অবস্থিত রাহেলা খাতুন মডেল একাডেমীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দল মমিন টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাহেলা খাতুন মডেল একাডেমীর উপদেষ্টা কমিটির প্রধান ও চর সামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইসমাইল, মোঃ দুলাল, মোঃ হারুন, মেম্বার প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মমিন টুলু বলেন, আমার মায়ের নামে এ বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে দক্ষ ও যোগ্য শিক্ষক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি আরো বলেন, শিক্ষকদের আন্তরিকতা এবং চেষ্টাই এগিয়ে যাবে রাহেলা খাতুন মডেল একাডেমী। এটি আমার মায়ের নামে নামকরণ করা হলেও এলাকাবাসীর সন্তানরাই পড়াশুনার সুযোগ পাবে। শিক্ষার্থীদের ইউনিফর্ম তৈরী, শ্রেণী কার্যক্রম শুরুর লক্ষ্যে ভর্তি কার্যক্রম শুরু করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এই প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে নিন্ম মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে যাবে বলেও মতামত প্রকাশ করা হয়। আগামী ২ জানুয়ারী অনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি শুভ উদ্বোধন করা হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।