চরফ্যাশনে ২৭ হাজার ৫শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

চরফ্যাশন সংবাদদাতা ॥ ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাধ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনের ২৭ হাজার ৫শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে ২৭ হাজার ৫ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, গম, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, মুগডাল, সূর্যমুখীর বীজ ও রাসায়নিক সার বিনামুল্যে সহায়তা দেয়া হয়। তার মধ্যে ১২ হাজার জন রবিশষ্য, ৭ হাজার ৫০০ জন বোরো ধানের বীজ ও সার, ৮ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বীজ সহায়তা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।