সর্বশেষঃ

ভোলায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাহে আলম মাহী॥ ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহতিকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ এবং দণ্ডবিধি, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন, সেবার মূল্য তালিকা সংরক্ষণ, ভেজাল পণ্য, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ওজনে কারচুপি, মিথ্যা বিজ্ঞাপন, নকল পণ্য ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। সেই সাথে সাধারণ ভোক্তা ও সচেতন মহলের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।
তাছাড়াও বক্তারা শহরজুড়ে বিদেশি কসমেটিক্স ব্যবহার, সিমেন্ট কারখানার তৈরিকৃত সিমেন্টের গায়ে উৎপাদন ও মূল্য নির্ধারণ, জুডিসিয়াল ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প ক্রয়-বিক্রয়ে কোনো রশিদ না থাকাসহ অনেক বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী জেলা স্কাউট সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, সুজন এর সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের মার্কেটিং অফিসার মোস্তফা সোহেল, জেলা ক্যাব সম্পাদক মোঃ সুলায়মান, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়সাল আহমেদ।
এছাড়াও সরকারি, বেসরকারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।