সড়কের পাশে চলছে বালুর ব্যবসা, ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থী ও পথচারী
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে চলছে বালুর ব্যবসা। তেমনি বোরহানউদ্দিন উপজেলা হাকিমউদ্দিন সড়কের পাশে প্রভাবশালীরা বালু রেখে কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। ফলে সড়কে প্রতিদিনই স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, ও ঢাকা থেকে আসা-যাওয়া যাত্রীরা বালু রাখা সড়ক পার হতে দূর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাকিমউদ্দিন লঞ্চ ঘাট রোডে স্থানীয় মাসুদ রানা নামে ব্যক্তি জনগণের দুর্ভোগের কথা না ভেবে সড়কের পাশেই বালুর ব্যবসা করে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ রোডের পাশে বালুর ব্যবসা করার কারণে, আমরা এখান দিয়ে আসা যাওয়া করার সময় আমাদের কষ্ট হয়, অনেক সময় বাতাসের তোড়ে বালু এসে চোখে পরে। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও লঞ্চঘাটে আসা যাওয়া যাত্রীদের এ দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে বালু ব্যবসায়ী মাসুদ রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অনেকেই রাস্তার পাশে বালুর ব্যবসা করে যাচ্ছেন, আমিও করছি কোন সমস্যা হয় না। রাস্তার পাশে নেট দিয়ে দিব। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবো।