ভোলায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়ামিন হোসেন ॥ সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পথচলা এই স্লোগানে ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজ অডিটোরিয়ামের মধ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকরা এক প্লাটফর্মে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এক স্বেচ্ছাসেবী অন্য স্বেচ্ছাসেবীর পাশে থাকাসহ স্বেচ্ছাসেবীদের সকল বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বদ্বীপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মোশারফ অমি, নিরাপদ চিকিৎসা চাই জেলা সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক নজরুল ইসলাম শুভরাজ, সাজেদুল ইসলাম রাব্বি, হাফেজ নাঈম, আক্তার হোসেন, মশিউর রহমান মিশু, ইকবাল হোসেন রাজু, ইমরান তাহের, লিমন দে, সবুজ আলম, সিমা বেগমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকরা।