বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলার রাজাপুরে নাইট ক্রিকেট টুর্নামেন্ট
মাতৃভূমি ক্রীড়া একাদশকে হারিয়ে জনতাবাজার সুপার কিংস চ্যাম্পিয়ন
ইয়ামিন হোসেন ॥ দেশে যখন খেলা প্রেমী মানুষরা বিশ্ব কাপ ফুটবল নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে রাজাপুরে জমকালো আয়োজনে, হাজারো দর্শকদের উপভোগে অনুষ্ঠিত হয়েছে জনতাবাজার বন্ধুজন আয়োজিত ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে জমকালো আয়োজনে ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ রিয়াজুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি ও ইউপি সদস্য মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম জমাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাদেক ছোকদার, ওয়াব আলী মেম্বার, রমিজ আলী মেম্বার,হারুন চকিদার, সাবেক মেম্বার আবদুস সালাম, জহিরুল ইসলাম,রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম অনিকপ্রমুখ।
ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে ধারা ভাষ্যকার হিসেবে দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছেন ইলিশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব তালুকদার লিজান ও রাজাপুরের মিরাজ হোসেন। ফাইনাল টুর্নামেন্টে মাতৃভূমি ক্রীড়া একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জনতাবাজার সুপার কিংস্।